ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে সেমিনারে বক্তারা

আমাদের আত্মপরিচয় বিপন্নের চেষ্টা করেছে উপনিবেশবাদীরা

আমাদের আত্মপরিচয় বিপন্নের চেষ্টা করেছে উপনিবেশবাদীরা

ফরিদপুরের শিশু একাডেমি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয় - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৭

সভ্যতা বিকাশের নামে এসে উপনিবেশবাদীরা শোষণ করেছে, সম্পদ লুট করেছে, এমনকি আমাদের আত্মপরিচয় বিপন্ন করার চেষ্টা করেছে। তাই তাঁদের লেখা ইতিহাস ও সভ্যতার কথা নয়, বরং নিজেদের সমৃদ্ধ সভ্যতার ইতিহাস নিজেদেরই লিখতে হবে, জানাতে হবে সবাইকে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের শিশু একাডেমি মিলনায়তনে 'উপনিবেশবাদ ও উত্তর উপনিবেশবাদী সাহিত্য' শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারের বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ, অনুবাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সুপারনিউমারি অধ্যাপক ড. ফখরুল আলম বলেন, 'উপনিবেশবাদীরা আমাদের নিয়ে অতীত, ইতিহাস ও ঐতিহ্যের বিষয়ে মনগড়া ইতিহাস লিখে গেছেন। তা পড়লে মনে হয় না আমাদের এ ভূখণ্ডে সমৃদ্ধ সভ্যতা রয়েছে। আজ সময় এসেছে প্রকৃত ইতিহাস জানার। তাই আমাদের সভ্যতার ইতিহাস আমাদেরই লিখতে হবে।'

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগ আয়োজিত সেমিনারে ড. ফখরুল আরও বলেন, উপনিবেশবাদ তাঁদের সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দিতে আমাদের আবহমান কৃষ্টি ও সংস্কৃতি খাটো করার চেষ্টা করেছে। আমাদের সভ্যতার চেয়ে তারা বেশি সভ্য- এ মিথ্যাচার প্রমাণ করতে গিয়ে আমাদের পদে পদে হেয় প্রতিপন্ন করেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, উপাধ্যক্ষ এস এম আব্দুল হালিম ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আজম শাকিল। সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেবাশীষ দাস, উপস্থাপনায় ছিলেন সহযোগী অধ্যাপক রেজভী জামান।

whatsapp follow image

আরও পড়ুন

×