বিএনপি ধাক্কা দিয়ে আ'লীগকে সরাতে পারবে না: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক - ফাইল ছবি
টাঙ্গাইল ও মধুপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১১:১৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১১:১৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। এই দল এতটা জনসম্পৃক্ত যে, বিএনপি আন্দোলন করে আর ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরাতে পারবে না। আওয়ামী লীগ দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছে, সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তবে বিএনপির চোখে পড়ে না।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপিসহ স্বাধীনতাবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
বিকেলে মধুপুর উপজেলার অরণখোলা ও বেরিবাইদ ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন কৃষিমন্ত্রী। সেখানে তিনি বলেন, তারেক জিয়ার জেল হয়েছে, তিনি পলাতক আসামি। খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করে সাজা পেয়েছেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না। এরপরও তাঁরা সরকারের পতন ঘটিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু নির্বাচন হবে সংবিধানের আলোকে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু প্রমুখ। সন্ধ্যায় সম্মেলন থেকে হাসান ইমাম মিন্টুকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে অরণখোলা এবং মজিবর মাস্টারকে সভাপতি ও আবদুল মান্নান সরকারকে সাধারণ সম্পাদক করে বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।