ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

টিকটকের আড়ালে ইয়াবা ব্যবসা, তরুণ-তরুণী আটক

টিকটকের আড়ালে ইয়াবা ব্যবসা, তরুণ-তরুণী আটক

যশোর অফিস

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১১:৪৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১১:৪৪

টিকটকের আড়ালে মাদক ব্যবসা করা দুই তরুণ-তরুণীকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটককৃতরা হল ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর এবং বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে এমন খবরের ভিত্তিতে আজ মনিহার বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েকজন সহযোগী নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করে।

whatsapp follow image

আরও পড়ুন

×