ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

দুর্গম 'আমা দাবলামে' লাল-সবুজ পতাকা উড়ালেন বাবর

দুর্গম 'আমা দাবলামে' লাল-সবুজ পতাকা উড়ালেন বাবর

নেপালের প্রায় ২২ হাজার ফুট উঁচু পর্বত আমা-দাবলামের চূড়ায় উঠে অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের তরুণ চিকিৎসক বাবর আলী - সমকাল

শৈবাল আচার্য্য, চট্টগ্রাম

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২৩:৪৭

নেপালের অনিন্দ্যসুন্দর পর্বত 'আমা দাবলাম'। উচ্চতা ২২ হাজার ৩৫০ ফুট বা ৬ হাজার ৮১২ মিটার। নেপালি ভাষায় 'আমা' শব্দের অর্থ 'মা' আর 'দাবলাম' অর্থ 'নেকলেস' বা 'গলার হার'। পর্বতের দিকে তাকালে মনে হয়, সুন্দর হার পরে এক মা তাঁর দুই সন্তানকে আগলে রেখেছেন।

আমা-দাবলামের গিরিপথ বেশ দুর্গম। অবশেষে 'মায়ের গলার হার' জয় করলেন চট্টগ্রামের তরুণ চিকিৎসক ডা. মো. বাবর আলী। পর্বতচূড়ায় তিনি উড়ালেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। তিনি প্রথম বাংলাদেশি যিনি আমা দাবলাম জয় করলেন।

ডা. মো. বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তাঁর এমন অনন্য অর্জনে তাঁকে জমকালো সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। বাবরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে।

বাবর আলী নিজেকে একজন পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। নেপালের আমা দাবলাম অভিযানের জন্য তিনি গত ৯ অক্টোবর দেশ ত্যাগ করেন। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলেও বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। তবে এত বড় ধাক্কায়ও মনোবল হারাননি তিনি।

১৯ অক্টোবর বাবর পৌঁছে যান আমা দাবলাম বেসক্যাম্পে। সেখানে এক দিন নেন বিশ্রাম। ক্যাম্প-১ পার হয়ে ২৪ অক্টোবর উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর মধ্যরাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় বাবরের চূড়ার লক্ষ্যে পৌঁছানোর চূড়ান্ত চেষ্টা। অবশেষে সকাল ৯টা ৩ মিনিটে তিনি পর্বতশীর্ষে পৌঁছে নতুন ইতিহাস রচনা করেন। দুর্গম পথে পুরো সময় তাঁর সঙ্গে ছিলেন পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।

দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স'-এর সাবেক প্রেসিডেন্ট ফরহান জামান ফোনে ডা. বাবরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। তিনি সমকালকে বলেন, ডা. বাবর আলী অনন্য রেকর্ড অর্জন করেছেন। বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম আমা দাবলাম চূড়া জয় করলেন। ২০১৮ সালে এভারেস্টজয়ী এমএ মুহিত এই চূড়া জয় করার চেষ্টা করেছিলেন। ডা. বাবর আলী ১০ থেকে ১২ দিন পর দেশে ফিরবেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। এর অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. বাবর আলী।

whatsapp follow image

আরও পড়ুন

×