ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সাহিত্য মেলার প্রস্তুতি সভা

সাহিত্য মেলার প্রস্তুতি সভা

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাহিত্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি সভা - সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২২:৫৮

মৌলভীবাজারে দুই দিনব্যাপী সাহিত্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কবি, সাহিত্যিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আগামী ৮ ও ৯ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্যমেলা ও সাংস্কৃতিক উৎসব হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির উৎসব উদ্বোধনের কথা রয়েছে। উৎসবটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×