বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২
তর্কমুখর সারাদিন
দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বৃহস্পতিবার খুলনায় অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২৩:২৮
মঞ্চে ক্ষুরধার যুক্তি আর পাল্টা যুক্তিতে মেতেছিল স্কুল শিক্ষার্থীরা। নির্বাক দৃষ্টিতে উপভোগ করতে থাকেন অতিথি ও দর্শক। বাগ্যুদ্ধের প্রতিটি বর্ণ ও শব্দের চুলচেরা বিশ্নেষণে নজর ছিল বিচারকদের। এভাবে তর্কমুখর দিন কেটেছে খুলনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরার বিতার্কিকদের। গতকাল বৃহস্পতিবার এ দৃশ্য ছিল দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর 'বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২'-এর। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় এবারের উৎসবে অংশ নিচ্ছে ৬৪ জেলার ৫২০ স্কুল।
আয়োজনের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: খুলনা প্রেস ক্লাবে প্রতিযোগিতায় অংশ নেয় খুলনা জিলা স্কুল, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, খুলনা পাবলিক কলেজ, বিএন স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সরকারি বালিকা বিদ্যালয় এবং সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এতে খুলনা জিলা স্কুল চ্যাম্পিয়ন ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা রূপন্তী ঢালি।
যশোর: যশোর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় যশোর কলেক্টরেট স্কুল, মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয়, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেক্রেডহার্ট স্কুল, সকিনা বালিকা বিদ্যালয়, বাদশাহ্ ফয়সল ইসলামী ইনস্টিটিউট, যশোর জিলা স্কুল ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা রুদ্র রায়।
কুষ্টিয়া: শহরের কাটাইখানা মোড়ে ইংরেজি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান মেন্টরের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় দিনমণি মাধ্যমিক বিদ্যালয়, হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জিকে মাধ্যমিক বিদ্যালয়, মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়, আড়ূয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া জিলা স্কুল ও কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়। এতে কুষ্টিয়া জিলা স্কুল চ্যাম্পিয়ন ও কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা যাকি জুহায়ির খান।
মেহেরপুর: জেলা প্রেস ক্লাবে প্রতিযোগিতায় অংশ নেয় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, সি.এইচ.এস. মাধ্যমিক বিদ্যালয়, শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় এবং এ এল এম জিয়াউল হক মাধ্যমিক বিদ্যালয়। এতে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা তানজিম তাসনিম হক মোহনা।
চুয়াডাঙ্গা: চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় চুয়াডাঙ্গার জীবননগর থানা বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর থানা সরকারি মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জীবননগর থানা সরকারি মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা কারার তাহসিন।
নড়াইল: জেলার মূর্ছনা সংগীত নিকেতনের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, গুয়াখোলা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় ও আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়। এতে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গুয়াখোলা আদর্শ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা সালাহউদ্দীন আইয়ূবী।
বাগেরহাট: শহরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, দশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাকশ্রী এবিসি মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা জয়তু কুমার বালা।
সাতক্ষীরা: জেলার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, শাঁখরা কোমরপুর এ জি মাধ্যমিক বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউট, ধূলিহর গার্লস হাই স্কুল, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, নবারুণ গার্লস স্কুল ও আলিপুর মাধ্যমিক বিদ্যালয়। এতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা মাহমুদুল হাসান।
- বিষয় :
- জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
- বিতর্ক উৎসব