ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সংবাদ সম্মেলন

কুতুবদিয়া আ'লীগ সভাপতিকে বহিস্কার দাবি নেতাকর্মীদের

কুতুবদিয়া আ'লীগ সভাপতিকে বহিস্কার দাবি নেতাকর্মীদের

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম - সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২৩:৪০

কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের বিরুদ্ধে ফ্রিডম পার্টির সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগ তুলে তাঁকে বহিস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কুতুবদিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ দাবি জানান।

আওরঙ্গজেব সভাপতির দায়িত্ব পাওয়ার পর এ পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৭০ নেতাকর্মীকে মারধর করেছেন বলে তাঁরা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপজেলার অন্তত ৫০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আওরঙ্গজেব মাতবর ১৯৮৭ সালে কুতুবদিয়া উপজেলা ফ্রিডম পার্টির সভাপতি ছিলেন। কুতুবদিয়ায় এক সভায় তিনি সভাপতিত্ব করেন। পরে ২০১৫ সালে অদৃশ্য শক্তির প্রভাবে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ দখল করেন।

রেজাউল আরও বলেন, আসন্ন সম্মেলনে পুনরায় সভাপতি হওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছেন তিনি। ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করতে নানা কৌশল নিয়েছেন। লেইমশীখালী ইউপি নির্বাচনে তাঁকে জোরপূর্বক পরাজিত করেছেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রমিজ আহমদ বলেন, তাঁর হাতে উপজেলা আওয়ামী লীগের ৩২ বছরের সভাপতি প্রয়াত ছৈয়দ আহমদ কুতুবী, সাবেক সভাপতি আহমদ উল্লাহ, বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বিকম, লেইমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্তত ৭০ নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন।

জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম কুতুবী বলেন, 'আওরঙ্গজেব মাতবর জামায়াত ও রাজাকার পরিবারের সন্তান। তাঁর এক ভাই সেলিম চট্টগ্রামের আলোচিত আট মার্ডারের সাজাপ্রাপ্ত আসামি। অন্য দুই ভাই শিবির নেতা। আওরঙ্গজেব ফ্রিডম পার্টির সভাপতি হয়েও কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।'

তবে সব অভিযোগ অস্বীকার করে আওরঙ্গজেব মাতবর বলেন, 'আমি ১৯৯৪ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রলীগ, যুবলীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছি। সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।'

whatsapp follow image

আরও পড়ুন

×