ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সালিশে হামলায় আহত দুই ভাই, আটক ৫

সালিশে হামলায় আহত দুই ভাই, আটক ৫

প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০০:৩২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ববিরোধের মীমাংসায় এসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন দুই ভাই। রোববার রাত ৯টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁওয়ে এ হামলা হয়। এতে আহত হন ওই গ্রামের সফিউল্লাহ হোসেন ও তাঁর ভাই জিহাদ হোসেন। পরে দু'পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।

স্থানীয় সূত্রের বরাতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, প্রায় দুই মাস আগে পুবেরগাঁও এলাকার একটি বাউল গানের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল্লাহ ও তাঁর সঙ্গীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় একই এলাকার ইয়াছিন আলীদের। এর জের ধরে সপ্তাহখানেক আগে তাঁদের মারামারি হয়।

বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে সালিশ বসে। সেখানে ভোলাব ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী মঈন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে ইয়াছিন ও তাঁর পক্ষের কাছে ক্ষমা চাইতে বলেন সফিউল্লাহসহ অন্যদের। তাঁরা ক্ষমা চাইতে গেলে ইয়াছিন ও তাঁর পক্ষের লোকজন হামলা চালান। সফিউল্লাহ ও জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের মামা মুনসুর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোশারফ হোসেন, ইয়াসিন আহাম্মেদ শিশির, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আলামিনকে আদালতে পাঠায় পুলিশ।

whatsapp follow image

আরও পড়ুন

×