সড়কের নিরাপদ ব্যবহার শেখাতে 'বিশেষ ক্লাস'
সড়কের নিরাপদ ব্যবহার শেখাতে ১০ মিনিটের ক্লাস - সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০০:৫৩
সড়কের নিরাপদ ব্যবহার শেখাতে মানিকগঞ্জের ৮৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে হয়েছে ১০ মিনিটের বিশেষ ক্লাস। এতে জেলা প্রশাসন থেকে দেওয়া লিফলেট নিয়ে আলোচনা করেছেন শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার সকালের এ ক্লাসে অংশ নেয় জেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ শিক্ষার্থী।
মানিকগঞ্জ শহরের শিববাড়ী সড়কে অবস্থিত খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ।
ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, গত ২২ অক্টোবর ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। আমাদের দেশে অনেক শিক্ষার্থী অসচেতনতার কারণে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তাদের সড়কের ব্যবহারবিধি সম্পর্কে জানাতে এ কর্মসূচি নেওয়া হয়।
একযোগে জেলার মাধ্যমিক পর্যায়ে ২১১টি বিদ্যালয়ের ১ লাখ ৬৫ হাজার এবং ৬৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীকে এসব বিষয়ে অবগত করা হয়। সকাল ১০টায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা ১০ মিনিট এসব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন বলেও জানান তিনি।
এ ছাড়া জেলা প্রশাসন নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিয়ে না করার আহ্বান জানান। বাল্যবিয়ে প্রতিরোধে এ সময় শপথ নেয় শিক্ষার্থীরা।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রুহুল জামান সুজন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আরফিন ও রেজুয়ান আহমেদ আবির।