নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ সংবাদদাতা ও সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০০:৫৬
কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ১২ বছরের বেশি সময় পর নারায়ণগঞ্জের আদালত নবী হোসেন নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন বলেন, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদীপুরে ১৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণের পর রুমাল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশী নবী হোসেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দেন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ধর্ষণের পর হত্যা
- মৃত্যুদণ্ড