ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ সংবাদদাতা ও সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০০:৫৬

কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ১২ বছরের বেশি সময় পর নারায়ণগঞ্জের আদালত নবী হোসেন নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন বলেন, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের সাদীপুরে ১৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণের পর রুমাল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশী নবী হোসেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দেন।

whatsapp follow image

আরও পড়ুন

×