ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বাগানে ফেলে রাখা বিষমাখা চাল ভাজা খেয়ে শিশুর মৃত্যু

বাগানে ফেলে রাখা বিষমাখা চাল ভাজা খেয়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১০:৪৩ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ১০:৪৩

বাগেরহাটের মোল্লাহাটে বাগানে ফেলে রাখা ইঁদুর মারার জন্য বিষমাখানো চাল ভাজা খেয়ে আসমা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই চাল খেয়ে অসুস্থ হওয়া আসমার বোন সাড়ে চার বছর বয়সী আছিয়া আক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চালভাজা খাওয়া দুই শিশু মোল্লাহাট উপজেলার গাংনি সরকারপাড়া এলাকার গরু ব্যবসায়ী এনামুল শেখ ও মৌসুমী বেগম দম্পতির মেয়ে।

শিশুদের মা মৌসুমী বেগম বলেন, সকাল ১০টার দিকে দুই মেয়ে বাড়ির পাশের বাগানে বাদাম টোকাতে যায়। বাদাম নিয়ে তারা বাড়িতে আসে। কিন্তু বিকেলের দিকে প্রথমে ছোট মেয়ে আসমা আক্তার এবং পরে মেঝ মেয়ে আছিয়া আক্তার অসুস্থ হয়ে পড়ে। দ্রুত মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার ছোট মেয়েকে মৃত ঘোষণা করেন। আর বড় মেয়ে আছিয়া আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। আছিয়া আক্তার এখন মোটামুটি সুস্থ আছে, সন্ধ্যার পর থেকে কথা বলতেছে। বাগানে পাতায় রাখা চাল ভাজা পেয়ে তারা খেয়েছিল বলে আমাকে জানিয়েছে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকরাম হোসেন বলেন, দুই শিশুকে তাদের বাবা-মা হাসপাতালে নিয়ে আসছিল। এর মধ্যে ছোট জন আসমা আক্তারকে মৃত অবস্থায়ই নিয়ে আসে এখানে। আছিয়া আক্তারের অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×