ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি একাধারে রাজনৈতিক নেতা, উন্নয়নকর্মী, গণতন্ত্রের বলিষ্ঠ প্রবক্তা এবং কর্মীবান্ধব নেতা ছিলেন।

দিনটি উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজীবন সংগ্রামী তরিকুল ইসলাম নিষ্ঠুর নির্যাতন সহ্য করেও কঠিন সিদ্ধান্তে অটুট থাকতেন। তাঁর রাজনীতি দলীয় নেতাকর্মীকে সবসময় অনুপ্রেরণা জোগাবে।

দিনটি উপলক্ষে যশোরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খাবার এবং বস্ত্র বিতরণ, স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ, এলাকাভিত্তিক গণভোজ, রক্তদান, স্থানীয় পত্রিকায় তরিকুল ইসলাম স্মরণে বিশেষ সংখ্যা বের করবে যশোর জেলা বিএনপি। স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও।

আগামীকাল শনিবার যশোর জেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা আয়োজন করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তরিকুল ইসলামের ছেলে ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে যশোর এম এম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩ সালে সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি বিএনপি গঠনে ভূমিকা রাখেন এবং ১৯৯১ সাল থেকে তিনি যথাক্রমে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ; খাদ্য, তথ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×