বিশ্বনাথ পৌরসভা
জামানত হারালেন তিন মেয়র প্রার্থী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ২৩:৫৫
বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে সাত মেয়র প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন তিনজন। গত বুধবার এ নির্বাচনে ভোটগ্রহণ হয়।
তিন প্রার্থী হলেন- জমিয়তে ইসলামিয়ার শিব্বির আহমদ, আল-ইসলাহর প্রার্থী ফয়জুল ইসলাম তালুকদার এবং যুক্তরাজ্য বিএনপির নেতা সফিক উদ্দিন।
পৌরসভায় ৩৫ হাজার ৪৭০ ভোটারের মধ্যে ২০ হাজার ৭৬০ জন ভোট দিয়েছেন। মেয়র প্রার্থী শিব্বির আহমদ খেঁজুর গাছ প্রতীকে ১ হাজার ৪২৯ ভোট, ফয়জুল ইসলাম চামচ প্রতীকে ৮৩৮টি এবং সফিক উদ্দিন নারিকেল গাছ প্রতীকে ৬৬৯টি ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের দু'বারের চেয়ারম্যান মুহিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩টি ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ওই তিন মেয়র প্রার্থী জামানত ফেরত পাবেন না।
- বিষয় :
- বিশ্বনাথ
- পৌরসভা নির্বাচন