ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে মশক নিধন কর্মসূচি

মানিকগঞ্জে মশক নিধন কর্মসূচি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা- সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ০১:১৪

ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের বিশিষ্টজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তাঁরা।

এ উপলক্ষে নগর ভবন থেকে শুরু হয় শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ফুলের টব, ফেলে রাখা টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ অব্যবহূত পাত্রে কয়েক দিনের জমা পানিতে এডিস মশা জন্মে। সেই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। তাই পানি ধরে রাখে এমন পাত্র আশপাশের খোলা জায়গায় ফেলা যাবে না।

whatsapp follow image

আরও পড়ুন

×