- সারাদেশ
- চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা

এসময় তারা সময় টিভি, দৈনিক নয়াদিগন্তের ব্যুরো প্রধান হেলাল হুমায়ুনের গাড়িসহ অন্তত সাতটি গাড়ি ভাংচুর করে।
তাদের হামলায় আহত হয়েছেন সময় টিভির গাড়ি চালক আব্দুল হাকিম (৪৫)। ঘটনার পর সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
একই সময় নগরীর খুলশী থানার দুই নম্বর গেইট এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার
দিকে আসকার দিঘী পাড় এলাকায় চট্টগ্রাম ৯ আসনের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু হানিফের সমর্থনে একটি মিনিট্রাকে করে প্রচারণা চালাচ্ছিল ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। এসময় গাড়ি লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে তারা এসে প্রচারণার গাড়িটিসহ আশেপাশের বেশ কয়েকটি ট্রাক ভাংচুর করে।
তিনি আরো জানান, একই সময় ওই স্থান দিয়ে সময় টেলিভিশনের গাড়ি দ্রুত গ্যারেজে নিয়ে যাচ্ছিলেন চালক আব্দুল হাকিম। দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছুঁড়ে মারে। এতে আব্দুল হাকিমের হাতে ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। আহত আব্দুল হাকিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জা সায়েম জানান, ওই এলাকায় দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান হেলাল হুমায়ুনের গাড়িও ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনার পর আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
এদিকে একই সময় নগরীর খুলশী থানার দুই নম্বর গেইট এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
মন্তব্য করুন