পুষ্টিচাহিদা পূরণের লক্ষ্যে পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

ফরিদপুর অফিস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১৩:১১ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ১৩:১১
ফরিদপুর সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্প' এর আওতায় ১৫৫ জন কৃষকের মাঝে পারিবারিক সবজি পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়।
বুধবার প্রত্যেক কৃষকে ৬টি করে ফলের চারা এবং সবজি বাগানের জন্য তিন মৌসুমের বীজ ও সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট এবং ঝাঝড়ি বিতরণ করা হয়।
উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য প্রতি ইউনিয়নে ১০০টি করে পুষ্টি বাগান বাস্তবায়ন করা হবে।
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, দেশের কৃষি উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সরকারের অধীনে দেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। এবার প্রধানমন্ত্রী দেশকে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করতে ফল চাষ এবং অনাবাদী পতিত জায়গায় চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সভাপতির বক্তব্যে বলেন, দেশে এক ইঞ্চি জায়গা যেনো পতিত না থাকে সেটি আমাদের পালন করতে হবে। আজ যারা উপকরণ পেলেন তাদেরকে অবশ্যই খুব যত্ন করে সবজি বাগান বাস্তবায়ন করতে হবে যাতে দেশ খাদ্যে এবং পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হয়।