ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ধর্ষণ মামলায় যুবক আটক

ধর্ষণ মামলায়  যুবক আটক

প্রতীকী ছবি

 আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৩:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৩:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের মামলায় রায়হান ভূইয়া (২৪) নামে এক যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে ভুক্তভোগী এক নারী আখাউড়া থানায় মামলা দিলে রাতেই রায়হানকে আটক করে পুলিশ।

অভিযুক্ত রায়হান উপজেলার আজমপুর গ্রামের মো. ইয়ার হোসেন ভূইয়ার ছেলে। রোববার দুপুরে ওই নারীকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই নারী দুই সন্তানের জননী।

মামলার এজাহার ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই নারীর মা দেড় বছর যাবৎ মো. ইয়ার হোসেন ভূইয়ার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন। মাঝে মধ্যে তার মা অসুস্থ হলে মায়ের পরিবর্তে তিনি কাজ করে দিয়ে আসতেন। এক বছর আগে একদিন ওই বাড়িতে কাজ করতে গেলে অভিযুক্ত রায়হান ভূইয়া ওই নারেীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তার শিশু সন্তানকে মেরে ফেলবে বলে হুমকি দেয় রায়হান। এরপর যতবার ভুক্তভোগী নারী ওই বাড়িতে কাজ করতে যান রায়হান তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টা করতো।

রোববার দুপুরে ভুক্তভোগী নারী বাড়ির পাশে তার মামার বাড়ির টিউবওয়েলে গোসল করতে যান। এসময় রায়হান ভূইয়া টিউবওয়েলের কাছে আসে। রায়হানকে দেখে ওই নারী ভয়ে তার মামার ঘরে চলে যায়। তখন বাড়িতে কেউ ছিল না। এসময় রায়হান ওই ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে জানালে বা মামলা করলে তার এবং তার ছেলে মেয়ের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন,  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভিকটিমের অভিযোগ পেয়ে রায়হান ভূইয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×