হাবিবাকে মারধর: এমপি আয়েনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শেখ হাবিবা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৭:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৭:২৯
রাজশাহীর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এমপিসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় এজাহার দাখিল করেছেন নির্যাতনের শিকার কৃষকলীগ নেত্রী শেখ হাবিবা।
মোহনপুর থানায় দায়ের করা এজাহারে এমপি আয়েন উদ্দীন ছাড়াও তার ভগ্নিপতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকেও আসামি করা হয়েছে।অন্য আসামিরা হলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও এমপির চাচাতো ভাই একরামুল হক বিজয়, উপজেলা মহিলা লীগের সভাপতি ডলি আক্তার, ঘাসিগ্রাম ইউনিয়ন মহিলা লীগ সভাপতি ডলি বেগম, এমপির গাড়ি চালক সাজ্জাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ূন কবির ও জুয়েল রানা।
মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা হাবিবা (৩০) এজাহারে উল্লেখ করেন, এমপি আয়েন উদ্দিনের জমি দখল, জলসাঘরসহ বিভিন্ন অনিয়ম সম্পর্কে তিনি গণমাধ্যমে সমালোচনা করেন। এর জেরে গত ২৩ নভেম্বর দুপুরে আসামিরা তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মোহনপুর উপজেলা চত্বরে হামলা চালায়।
এসময় এমপি আয়েন উদ্দিন ও আব্দুস সালামের হুকুমে একরামুল হক বিজয় তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে মাটিতে পড়ে গেলে ডলি বেগম বুকে উঠে ওড়না দিয়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন।
এছাড়া একরামুল তার শ্লীলতাহানি করেন। ডলি বেগম তার কাছে থাকা ২০ হাজার টাকা ও ডলি আক্তার মোবাইল ফোন এবং গলার স্বর্ণের চেইন চুরি করেন। অজ্ঞাতনামা আসামিরা তার ওপর শারীরিক নির্যাতন করেন।
এ বিষয়ে এমপি আয়েন উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই নারী কিছু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে এ অভিযোগ দিয়েছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারের অভিযোগে গত ২৪ নভেম্বর আমি ওই নারীর বিরুদ্ধে মোহনপুর থানায় একটি জিডি করেছি।
এমপির দাবি, ডলি বেগমের উপর হামলা করেন হাবিবা। এ নিয়ে ডলি বেগম তার বিরুদ্ধে থানায় মামলা করেছে। সেই মামলা থেকে রক্ষা পেতেই তিনি অভিযোগ দিয়েছেন।
মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, শনিবার রাতে শেখ হাবিবার এজাহার পেয়েছেন। তদন্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।