দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে: চরমোনাই পীর

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৭:৪০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৭:৪০
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাসের মাহফিল।
এতে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, এ জন্য চরমোনাইয়ের মুজাহিদদের আত্মশুদ্ধির মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের প্রস্তুতি নিতে হবে। ব্যক্তি শুদ্ধির মাধ্যমে পর্যায়ক্রমে সমাজ ও রাষ্ট্র শুদ্ধির কাজে আত্মনিয়োগ করতে হবে।
সোমবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাত হয়। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাহফিল।আখেরি মোনাজাতে ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং মুসলিম উম্মার শান্তি চান চরমোনাই পীর।