আঁধার ঘরে রীমা জ্বালাল আলো

রেজাল্ট জানার পর স্কুলে গিয়ে রীমাকে জড়িয়ে ধরেন মা পিয়ারা বেগম। ছবি: সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৮:৫১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৮:৫১
ফুটপাতে বাবা নুরুল আমিনের সবজি বেচার ব্যস্ততা। কম দামে ওএসএসের চাল কিনতে মা পিয়ারা খানম দাঁড়িয়ে লম্বা সারিতে। মেয়ে স্কুলে এসএসসি পরীক্ষার ফলের খোঁজে। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে পাঁচ কেজি চাল হাতে বাড়িতে ফিরে মা পিয়ারা খানম যখন শুনলেন, মেয়ে রীমা জিপিএ ৫ পেয়েছে- মায়ের চোখে তখন অশ্রুধারা। স্বর্ণালী আক্তার রীমা সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পিয়ারা খানমের ঘরে চার ছেলেমেয়ে। সবাই পড়াশোনা করছে। স্বামী নুরুল আমিন সবজি বেচে দিনে দুই থেকে আড়াইশ টাকা আয় করেন। এতে সংসার চলে না।
রীমা বলল, মা-বাবার স্বপ্নপূরণের চেষ্টা করছি। প্রতিকূলতার মধ্যেই এগিয়ে যেতে চাই।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী জানান, বন্যায় বই-খাতা সবই হারিয়েছিল রীমা। এ মেয়েটির সংগ্রাম অনেকের জন্য অনুকরণীয় হতে পারে।
- বিষয় :
- রীমা
- জিপিএ-৫
- সবজি বিক্রেতা
- ওএসএসের চাল