বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া রানা পাস করেছে

বাবার লাশ বাড়িতে রেখে কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নেয় রানা
ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১১:০৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ১১:০৫
ফরিদপুরের নগরকান্দায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মো. রানা শেখ (১৫) পাস করেছে। আজ সোমবার দুপুরে প্রকাশিত ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলফলে রানা জিপিএ-৩.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
রানা নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের মৃত মজিবর শেখের ছেলে। দুই ভাইয়ের মধ্যে রানা ছোট। নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি ছাত্র রানা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় কৃতকার্য হয়ে উচ্ছ্বসিত রানা জানায়, আমি বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যেতে চাইনি। বাড়ির লোকজন এবং শিক্ষকরা আমাকে বুঝিয়ে পরীক্ষা দেওয়ার জন্য রাজি করায়। আমি সবার প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে পরীক্ষা দিতে না পাঠালে আমার জীবন থেকে একটি বছর ঝরে যেতো। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। আমি সেই স্বপ্ন পূরণ করতে চাই।
রানার ভাই হৃদয় শেখ বলেন, আমার বাবা ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার ১৫ দিন আগে তিনি বাড়িতে আসেন। এরপর গত ২৫ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা মারা যান। বাবার লাশ বাড়িতে রেখেই আমার ভাই কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দিয়ে এসে বাবার জানাজায় অংশ নেয়।
হৃদয় আরও বলেন, অভাবের কারণে আমি বেশিদূর লেখাপড়া করতে পারিনি। আমার ভাই রানা নিজের ইচ্ছাশক্তির জোরে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েও রানা যে পাস করেছে, এতেই আমরা সন্তুষ্ট। পরিবারের সবাই খুশি হয়েছে। বাবা বেঁচে থাকলে সেও খুশি হতো।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু বলেন, শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে রানা পাস করেছে। তার জন্য শুভকামনা। আমাদের পক্ষ থেকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।