ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

জীবন চৌধুরী ওরফে টিটন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১৩:৪২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ১৩:৪২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত টিটন ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে‌।

যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, ‘টিটন বাড়ির পাশে নিজের চায়ের দোকানে বসে ছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

মহেশপুর থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে নাম গোপন রাখা হচ্ছে। নিহত টিটনের বিরুদ্ধে প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে মহেশপুর থানায়।’

ইসমাইল হোসেন আরও বলেন, ‘টিটন র‌্যাব, সেনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বিয়ে করেছিল। নিহত ব্যক্তি ও হামলাকারী উভয়ে খারাপ প্রকৃতির।’

আরও পড়ুন

×