ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ফার্নিচারের দোকানে আগুন, পৌনে দুই কোটি টাকার ক্ষতি

ফার্নিচারের দোকানে আগুন, পৌনে দুই কোটি টাকার ক্ষতি

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ২১:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ২১:২৯

চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পৌনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে সদরের হুজরাপুর এলাকার মেসার্স পাবনা গদি অ্যান্ড ফার্নিচার হাইসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত নয়টার দিকে হঠাৎই বৈদ্যুতিক পোল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ফার্নিচারের দোকানটি। 

দোকানের ম্যানেজার নাহিদ হাসান জানান, দোকানের পাশে থাকা বৈদ্যুতিক পোল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় কিছু বুঝে ওঠার আগে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় পৌনে দুই কোটি টাকার ফার্নিচার।  

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরও পড়ুন

×