ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

আব্দুর রহমান মাসুদ। ছবি- সংগৃহীত।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ২২:১৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ২২:১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান মাসুদ (৪২) নামে এক হোসিয়ারী ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট নামক বাজারে এ ঘটনা ঘটে। 

আব্দুর রহমান ব্যবসার পাশাপাশি গোবিন্দগঞ্জের শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজে ল্যাব সহকারী পদে চাকরি করতেন। তিনি ওই ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আইজল হকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আব্দুর রহমান মাসুদ নয়ারহাট নামক বাজারে তার হোসিয়ারী ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক তার সঙ্গে কথা বলার জন্য দোকানের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে অন্ধকারে তার গলায় হঠাৎ তাকে ছুরিকাঘাত করা হলে চিৎকার করে। তার ডাক-চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় তার কলেজের সহপাঠী, পাড়া-প্রতিবেশীসহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ঘটনা উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×