ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

প্রতারণাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রতারণাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ২৩:৩৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ২৩:৩৪

ঝিনাইদহে জীবন চৌধুরী টিটন (৩০) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে জেলার মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, টিটন বাড়ির পাশে নিজের চায়ের দোকানে বসে ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। নিহত টিটনের বিরুদ্ধে প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে। 

তিনি আরও জানান, কখনও র‍্যাব, কখনও সেনা কর্মকর্তা আবার কখনও ম্যাজিস্ট্রেটের পরিচয়ে প্রতারণা করে বিয়ে করতো সে। 

আরও পড়ুন

×