ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সমকালের টুঙ্গিপাড়া প্রতিনিধি পান্না বিশ্বাসের মৃত্যু

সমকালের টুঙ্গিপাড়া প্রতিনিধি পান্না বিশ্বাসের মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সিরাজুল হক পান্না। ছবি-সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৩:১৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০৩:১৫

টুঙ্গিপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের টুঙ্গিপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সিরাজুল হক পান্না (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।  

সৌদি আরবে ওমরা হজ পালনরত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 

শুক্রবার জুমার নামজের পর মক্কা শরীফে জানাজা শেষে জান্নাতুল মোয়াল্লাতে তাকে দাফন করার কথা রয়েছে।

বিশ্বাস সিরাজুল হক পান্না ১৯৪৮ সালে গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে এক জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আব্দুল বারী বিশ্বাস ও মা মোসাম্মৎ রাবেয়া বেগম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×