চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেবে অর্ধলাখ শ্রমিক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৭:৩৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০৭:৩৪
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শ্রমিক লীগের কেন্দ্রিয় নেতারা।
শুক্রবার নগরীর আগ্রাবাদ এলাকায় যমুনা অয়েল কোম্পানি মিলনায়তনে শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের ব্যানারে এ সভা হয়।
রোববার প্রধানমন্ত্রীর জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪০ হাজার থেকে ৫০ হাজার শ্রমিক অংশ নেবেন বলে বৈঠকে জানানো হয়। এর মধ্যে শুধু বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের ব্যানারে জনসভায় অংশ নেবে ২০ থেকে ২৫ হাজার শ্রমিক।
বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় মতবিনিময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আ জ ম খসরু, সহ সভাপতি তোফালে আহমেদ, সাহাব উদ্দীন, প্রচার সম্পাদক মেহেদি হাসান, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, অর্থ সম্পাদক মো মহিউদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শহীদ ডাকুয়া, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, জাতীয় শ্রমিক লীগ মহিলা কমিটির সভাপতি শামিমা আকতার জলি।
যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব সমকালকে বলেন, শ্রমজীবি মানুষের ভাগ্যোন্নয়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই শ্রমজীবি মানুষ তার জনসভায় স্বতস্ফূর্তভাবে অংশ নেবেন। রেলওয়ে, ওয়াসা, বিদ্যুৎ, মৎস্যজীবি, ফুটপাত হকার, জ্বালানি খাত, বন্দর, পাদুকা শিল্পসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে অন্তত ৪০ থেকে ৪০ হাজার শ্রমিক জনসভায় যোগ দেবেন।
- বিষয় :
- শ্রমিক
- প্রধানমন্ত্রী
- জনসভা
- চট্টগ্রাম