ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

দেশে ১০০ সিনেমা হল করার লক্ষ্য সিনেপ্লেক্সের

দেশে ১০০ সিনেমা হল করার লক্ষ্য সিনেপ্লেক্সের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ১০:৫১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ১০:৫৭

ঢাকার পর চট্টগ্রামে যাত্রা শুরু করলো স্টার সিনেপ্লেক্স। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজারে বালি আর্কেট শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্ভোধন করা হয়।

উদ্বোধন শেষে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, আগামীকাল শনিবার থেকে দর্শকরা এখানে সিনেমা উপভোগ করতে পারবেন। দেশজুড়ে ১০০টি সিনেমা হল করার পরিকল্পনা রয়েছে স্টার সিনেপ্লেক্সের।

তিনি বলেন, দেশীয় সিনেমার হাওয়া পাল্টে গেছে। বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে। দর্শক হলমুখী হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের আওতায় ১০০টি সিনেমা হল করাই আমাদের লক্ষ্য। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান বালি আর্কেডের পরিচালক সোলায়মান আলম শেঠ, প্রধান নির্বাহী আফতাব আলম শেঠ। এতে স্বাগত বক্তব্য রাখেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

সিনেপ্লেক্সে তিনটি সুপরিসর হল রয়েছে। এগুলোর আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে এই হলগুলো নির্মিত হয়েছে।

সিনেপ্লক্স চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন। তারা স্টার সিনেপ্লেক্সের মতো একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এ দাবি পূরণের কাজটি আরও আগেই করতে চেয়েছিলাম। নানা কারণে হয়ে ওঠেনি। এবার কাজটি করতে পেরে আমি আনন্দিত।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল 'স্টার সিনেপ্লেক্স' যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকায় সিনেপ্লেক্সের পাঁচটি শাখা রয়েছে। এছাড়া বগুড়া ও রাজশাহীতে সিনেপ্লেক্সের নতুন শাখার নির্মাণকাজ চলছে।

আরও পড়ুন

×