ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

সমাবেশ করে ভয় দেখাবেন না

সমাবেশ করে ভয় দেখাবেন না

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে শুক্রবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি-সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ | ০১:৪৯

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, 'আপনারা আমাদের সমাবেশ দেখান, সমাবেশ দেখিয়ে ভয় দেখাবেন না।'

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো জানে কীভাবে সমাবেশ করতে হয়, নির্বাচনে জিততে হয়। এর মাধ্যমে দেশকে এগিয়ে যেতে হয়, তাও তাঁরা জানেন বলে মন্তব্য করেন।

গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী। সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে বিপুল জনসমাগম দেখিয়ে ফারুক খান বলেন, এতেই প্রমাণ হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাঁর নেতৃত্ব ছাড়া বাংলাদেশ আর এগোতে পারবে না।

২০ বছর আগে সর্ববেশষ অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। পূর্ব ও পশ্চিম থানায় বিভক্ত হওয়ার পর প্রথম সম্মেলনস্থল মহাসমাবেশে পরিণত হয়। দুপুরের পর থেকেই গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চলের ১৫টি ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীও ছিলেন। তাঁদের উদাহরণ দিয়ে ফারুক খান বলেন, 'সমাবেশে নেতাকর্মীদের প্রতিটি মিছিলে আমার বোনেরাও আসছেন। এটা দেখে খুশি হয়েছি।' তাঁদের কমিটিতে রাখতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতিও আহ্বান জানান।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, মহানগরের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মদ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুটি থানায় নতুন কমিটি ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এ বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, কয়েক দিনের মধ্যেই টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

২০০২ সালে ১৪ নভেম্বর সর্বশেষ সম্মেলনে অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মো. রজব আলী। ২০০৩ সালের ১ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

আরও পড়ুন

×