ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মুরাদনগর ইটভাটা মালিকদের থাবা

কয়েকশ একর জমির বুকে ক্ষত

কয়েকশ একর জমির বুকে ক্ষত

মুরাদনগরের যাত্রাপুর এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকের ফসলের জমি এক্সকেভেটর ভেকু মেশিনে কেটে ইট ভাটায় নিয়ে যাওয়া হয়। এতে ফসলের মাঠের বিস্তীর্ণ জমি খন্ড খন্ড কূপে পরিনত হয়েছে।

কুমিল্লা ও মুরাদনগর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৫

কুমিল্লার মুরাদনগরে ফসলের জমির মাটি জোর করে কেটে নিচ্ছে একটি চক্র। যাত্রাপুর বিলের উর্বর জমির মাটি ইটভাটায় কেটে নেওয়ার ফলে কয়েকশ একর কৃষি জমিতে এখন শুধু গর্ত আর গর্ত। কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। এতে হুমকির মুখে রয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি. (জিটিসিএল)-এর বাখরাবাদ-আখাউড়া জাতীয় গ্যাস লাইনের সঞ্চালন পাইপও।

কথা হয় যাত্রাপুর গ্রামের আবু বকর ছিদ্দিক, আব্দুর রশীদ মুন্সী, আ. জলিল মোল্লা, কালীপদ চন্দ্র দাস ও লক্ষ্মণ চন্দ্র দাসসহ অন্তত ২০ থেকে ২২ জনের সঙ্গে। তাঁরা জানান, যাত্রাপুর, মোচাগাড়া, নেয়াপুতপুর, আলগী, কামাল্লা, হাসানপুর নোয়াগাঁও এলাকার মাঝখানে কয়েকশ একর কৃষিজমি নিয়ে যাত্রাপুর বিলের অবস্থান। এক সময় ওই বিলের উর্বর মাটিতে সেচ সুবিধাসহ তিন মৌসুমে ফসলের চাষ হতো। এ বিলের মাঝখান দিয়ে চলে গেছে বাখরাবাদ-আখাউড়া জাতীয় গ্যাস সঞ্চালন লাইন। অবাধে মেশিনে মাটি কেটে ফেলার কারণে গ্যাস লাইন ভেসে উঠেছে। ভেকুর আঁচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস সঞ্চালন পাইপের ওপরের আবরণ।

খবর পেয়ে আশুগঞ্জ থেকে গ্যাস লাইন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিটিসিএলের আশুগঞ্জ জোনের ব্যবস্থাপক (সঞ্চালন) জুয়েল মিয়া জানান, মাটি কাটার ফলে গ্যাস পাইপলাইন ঝুঁকিতে ছিল। প্রশাসনের সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে ঝুঁকিমুক্ত করা হয়েছে।

কৃষকদের অভিযোগ, ইটভাটায় মাটি সরবরাহের জন্য সরকারি অর্থায়নে কৃষকদের ধানি জমি কেটে প্রায় ২০ ফুট প্রস্থের রাস্তা তৈরি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, জনগণের স্বার্থে ৬ লাখ টাকায় রাস্তা করা হয়েছে, ইটভাটা মালিকদের স্বার্থে নয়।
স্থানীয় চয়নিকা ইটভাটার পরিচালক মুন্সী নেছার আহমেদ রাজু বলেন, সরকার আমাদের ভাটার লাইসেন্স দিয়েছে। আমাদের নিজস্ব জমি থেকে মাটি কাটা হচ্ছে। রাস্তা চেয়ারম্যান তৈরি করেছেন ব্যবহার করার জন্য।

মুরাদনগর ইউএনও আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, সরেজমিনে মাটি কাটার সত্যতা মিলেছে। জব্দ করা হয়েছে চারটি ভেকু।

whatsapp follow image

আরও পড়ুন

×