অর্থের অভাবে আমিরুলের কলেজে পড়া অনিশ্চিত

মো. মকবুল হোসেন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০২:৪৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:২১
বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী আমিরুলের গোমস্তার লেখাপড়া বন্ধের পথে। ভালো ফল করেও অর্থের অভাবে তার কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আমিরুল এ বছর উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
স্থানীয়রা জানায়, আমিরুলের বাবা রাজ্জাক গোমস্তা একজন দরিদ্র কৃষক। অন্যের পানের বরজে শ্রমিক দিয়ে চলে রাজ্জাক গোমস্তার সংসার। অভাব-অনাটন ও টানাটানির সংসারে আমিরুল গোমস্তা দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা লেখাপড়ার পাশাপাশি পারিবারিক কাজে সহযোগিতা করত। তিন ভাই বোনের মধ্যে আমিরুল সবার ছোট। মা মুন্নী বেগম একজন গৃহিনী।
মেধাবী আমিরুল গোমস্তার সাথে কথা বলে জানা গেছে, তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান তার বাবা ও বিদ্যালয়ের শিক্ষকদের। সকলের সহযোগিতা পেলে সে প্রকৌশলী হতে চায়।
আমিরুলের বাবা রাজ্জাক গোমস্তা জানান, টাকার অভাবে ছেলের ভাল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি সমাজের বিত্তবানদের কাছে ছেলের লেখাপড়া চালানোর জন্য সহযোগিতা চান।
এ ব্যাপারে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমিরুল গোমস্তা ছোটবেলা থেকেই ভাল লেখাপড়া করত। তার পড়াশুনায় আগ্রহ ছিল অনেক । তাকে একবার কোন পড়া বললে দ্বিতীয়বার বলার প্রয়োজন হত না। বর্তমানে অর্থের অভাবে আমিরুলের ভাল কলেজে ভর্তি ও লেখাপড়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। মেধাবী হওয়ায় স্কুলে তার কাছ থেকে লেখাপড়ার জন্য কোনো টাকা নেওয়া হত না বলেও জানান প্রধান শিক্ষক।
- বিষয় :
- বরিশাল
- আগৈরঝাড়া
- এসএসসি পরীক্ষা