ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

আশ্রয়ণের ঘর থেকে উচ্ছেদের অভিযোগ

আশ্রয়ণের ঘর থেকে উচ্ছেদের অভিযোগ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন- ফাইল ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৭:৩৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:২৮

আদমদীঘিতে দলিলমূলে বরাদ্দ পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ক্যান্সারে আক্রান্ত রোজিনা বেগমকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। অসুস্থ রোজিনা এখন দমদমা গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়ি ফিরে পেতে জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ফল মিলছে না। বাড়ি ফিরে পেতে এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন অসুস্থ রোজিনার স্বামী সাহাদাত হোসেন।

উপজেলার দমদমা গ্রামের গৃহহীন সাহাদত হোসেনের স্ত্রী রোজিনা বেগমকে ২০২১ সালের ৭ মার্চ সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে একটি বাড়ির দলিল, খারিজসহ হস্তান্তর করা হয়। এর পর থেকে ওই বাড়িতে দিনমজুর স্বামীসহ বসবাস করে আসছিলেন তিনি। কিছুদিন পর ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসার টাকা জোগাড় করতে স্বামীসহ বাড়ির বাইরে থাকতে হয় তাঁকে। এ সুযোগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোর্স নিয়ে রোজিনা বেগমের নামে বরাদ্দ ঘরের তালা ভেঙে মালপত্র বের করে ঘরে তালা লাগিয়ে দেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা উপস্থিত ছিলেন। এর পর থেকে ক্যান্সারে আক্রান্ত রোজিনা বেগম দমদমা গ্রামে আত্মীয়বাড়িতে আশ্রয় নিয়েছেন। হারানো বাড়ি ফিরে পেতে তিন মাস ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে কোনো সুরাহা করতে পারেননি।

রোজিনা বেগম জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত। অসুস্থ শরীর নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কতদিন এভাবে থাকতে পারবেন, জানেন না। দলিলমূলে পাওয়া বাড়িতে ফিরতে চান তিনি।

দমদমা গ্রামের খায়রুল ইসলাম জানান, রোজিনা বেগম ক্যান্সারে আক্রান্ত। তাঁকে এভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা নিষ্ঠুরতা।

সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ সুলতানা বলেন, সেই সময় রোজিনা বেগমকে ঘরে না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তালা লাগিয়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার বলেন, লিখিত অবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×