ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

যৌতুক না পেয়ে গৃহবধূকে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ

যৌতুক না পেয়ে গৃহবধূকে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রতীকী ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৭:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:০৪

সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবার থেকে জানা যায়, কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারজানা আক্তারের (২১) সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের রফিকুল ইসলামের। বিয়ের কিছুদিন যেতেই যৌতুকের টাকা নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। যৌতুকের ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করেন ফারজানার বাবা। বাকি টাকা পরিশোধ করতে না পারায় ওই গৃহবধূর ওপর চালানো হয় নির্যাতন। এক পর্যায়ে গত রোববার গভীর রাতে ফের শারীরিক নির্যাতন চালায় স্বামী রফিকুলের পরিবার। এতে তার মৃত্যু হয়।

ঘটনা ভিন্ন খাতে নিতে ওই পরিবারের লোকজন ফারজানা আক্তারের মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলিয়ে রাখে বলে দাবি করেন ফারজানার বাবা। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

মামলার বাদী ফারুক হোসেন বলেন, যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় তাঁর মেয়ে ফারজানার ওপর শারীরিক নির্যাতন চালায় রফিকুলের পরিবার। এতে ফারজানার মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

এ ব্যাপারে স্বামী রফিকুলের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তার পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক সিধুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। মরদেহটি মাটিতেই পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে হত্যা, না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×