ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

৩০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিলেন জিনের বাদশা

৩০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিলেন জিনের বাদশা

গ্রেপ্তার জিনের বাদশা চক্রের তিন সদস্য - সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:২২

প্রতারণার মাধ্যমে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া জিনের বাদশা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার রামনাথপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে রোববার রাতে কুমিল্লায় নিয়ে আসেন।

সোমবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ূয়া।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাইবান্ধার রামনাথপুর গ্রামের মো. পারভেজ, আফজল হোসেন ও আরিফ মিয়া।

জানা গেছে, কয়েক মাস আগে জিনের বাদশা সেজে প্রতারণার ফাঁদ পাতেন গ্রেপ্তার ব্যক্তিরা। রাতারাতি বিত্তশালী হওয়ার লোভে তাঁদের ফাঁদে পা দেন কুমিল্লার লালমাই উপজেলার বরল গ্রামের এক প্রবাসীর স্ত্রী আয়েশা আক্তার। তিনি নিজের ও স্বজনদের কাছ থেকে আনা ৩০ ভরি স্বর্ণালংকার কথিত জিনের বাদশার পাঠানো প্রতিনিধির হাতে তুলে দেন। এরপর প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গত ৫ সেপ্টেম্বর লালমাই থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য থানা থেকে জেলা ডিবিতে হস্তান্তর করা হয়।

তদন্ত কর্মকর্তা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় কথিত জিনের বাদশার তিন সহযোগীকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নিজেদের জিনের বাদশা দলের সদস্য এবং প্রতারণার মাধ্যমে ৩০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তাঁরা। প্রতারণার মূল পরিকল্পনাকারী কথিত জিনের বাদশাসহ অন্য সঙ্গীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×