বাবার খুনিদের গ্রেপ্তার দাবি
তিন কিলোমিটার হেঁটে থানায় দুই শিশু

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৩
বাবার খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মহাসড়কে তিন কিলোমিটার হেঁটে থানায় গেল দুই শিশু। সাভারের রামচন্দ্রপুর গ্রামের নিহত ওষুধ ব্যবসায়ী হোসেন আলীর দুই ছেলের সঙ্গে শত শত নারী-পুরুষ গতকাল সোমবার সাভার মডেল থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। হোসেন আলী গত শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬ নভেম্বর তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ প্রধান আসামি ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবুকে গ্রেপ্তার করতে পারেনি।
হোসেন আলীর ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে প্ল্যাকার্ড হাতে সড়কে দাঁড়ালে সেখানে জড়ো হন শত শত মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে এসে বিকেলে থানায় অবস্থান নেয় তারা। এ ব্যাপারে থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তারা যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু আসামিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।