ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে রাঙামাটিতে ২য় দিনের হরতাল

ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে রাঙামাটিতে ২য় দিনের হরতাল

রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হরতালের প্রথম দিনের ছবি।

রাঙামাটি অফিস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০০:১৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০০:১৫

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে আজ বুধবার রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে দ্বিতীয় দিনের হরতাল চলছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই হরতাল চলবে বৃহস্পতিবারও। 

‘বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক পরিষদের’ ডাকে এ হরতাল পালিত হচ্ছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে। আগামীকাল সকাল ছয়টা থেকে আবার হরতাল চলবে। 

আজ হরতালের কারণে সকাল থেকে তিন সড়কে সকল প্রকার যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম। 


রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জানান, হরতালের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

প্রসঙ্গত, নিখোঁজ সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে ১৭ দিন আগে নিখোঁজ হন। তিনি রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

whatsapp follow image

আরও পড়ুন

×