বালুবাহী গাড়ির ধাক্কায় ঝরল শিশুর প্রাণ
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৪:০২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৪:০২
পাবনার সুজানগরে বালুভর্তি হ্যারো গাড়ির ধাক্কায় মুস্তাকিম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার উপজেলার চরভবানীপুর গ্রামের জালাল উদ্দিন খানের দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম হোসেন ওই গ্রামের আনিস শেখের ছেলে।
সুজানগর থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সকাল ১১ টার দিকে শিশু মুস্তাকিম জালাল উদ্দিন খানের দোকানের পাশ দিয়ে সড়ক অতিক্রম করছিল। এ সময় পদ্মা নদীর ভবানীপুর থেকে অবৈধ বালু বহন করে উপজেলা সদরের দিকে আসা একটি হ্যারো গাড়ি শিশু মুস্তাকিমকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পাবনা
- সুজানগর
- গাড়ির ধাক্কা
- ঝরল প্রাণ
- সড়ক দুর্ঘটনা