ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বেনাপোল ফেরত ভারতীয় ট্রাকচালকের কাছে ৭ স্বর্ণবার

বেনাপোল ফেরত ভারতীয় ট্রাকচালকের কাছে ৭ স্বর্ণবার

বেনাপোল থেকে ভারতের পেট্রাপোল বন্দরের প্রবেশমুখ। ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:১২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:৩৯

বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে সাতটি স্বর্ণবারসহ দেশটির এক ট্রাকচালককে আটক করেছে বিএসএফ। বুধবার বেনাপোলে ট্রাক রেখে হেঁটে ফেরার সময় পেট্রাপোল বন্দর এলাকায় তাঁকে আটক করা হয়।
পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের ট্রাকটি রপ্তানি পণ্য নিয়ে ১৩ ডিসেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করে। ১৫ ডিসেম্বর পণ্য নামানো হয়। এর মধ্যে একটি স্বর্ণ পাচারকারী দলের কথায় জুতার মধ্যে স্বর্ণবারগুলো বিশেষ কায়দায় লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা করেন তিনি। তবে নোম্যান্সল্যান্ড পার হওয়ার পর বিএসএফের নিয়মিত তল্লাশির সময় স্বর্ণবারসহ তাঁকে আটক করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×