ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

স্বরূপকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

স্বরূপকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:৫৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:৫৮

পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. নাসির (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলংকারকাঠি গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাসির সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলংকারকাঠি গ্রামের মো. সেকেন্দার মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নাসির বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। পরদিন প্রতিবেশী জামাল মিয়ার পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নেশা করতেন বলে তার পরিবার ও এলাকাবাসী জানিয়েছে। ধারণা করা হচ্ছে, নেশার ঘোরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

whatsapp follow image

আরও পড়ুন

×