ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অধ্যাপক শাহ মোহাম্মাদ ফরহাদ আর নেই

অধ্যাপক শাহ মোহাম্মাদ ফরহাদ আর নেই

অধ্যাপক শাহ মোহাম্মাদ ফরহাদ। ছবি-সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:০৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:০৯

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ মোহাম্মাদ ফরহাদ (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।  

বুধবার ভোর ৬টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শাহ মোহাম্মাদ ফরহাদের দাফন তার নিজ গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বুধবার রাতে সম্পন্ন হয়েছে। 

আজ সন্ধ্যায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানীর পরিবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। 

দেশের বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে শোক এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ. কে. আজাদ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, প্রকাশক আবুল কালাম আজাদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, প্রফেসর এস এম ফরহাদ স্কলারশিপ পরিচালনা পরিষদের উপদেষ্টা ড. রানা চৌধুরী ও প্রতিষ্ঠানটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. রেজাউল হায়দারসহ আরও অনেকে। 

whatsapp follow image

আরও পড়ুন

×