ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিএনপি না এলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

বিএনপি না এলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় কথা বলছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:৫৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:৫৩

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি বিএনপির অনাস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন, তা আমরা বারবার বলছি। তারা না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এ জন্য আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক।

মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, 'সংলাপে বসার আহ্বান জানালেও বিএনপি আসেনি। হয়তো আমাদের ওপর তাদের আস্থা নেই। সরকারের ওপরও তাদের অনাস্থা রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই বিএনপিকে আনতে কমিশন ও সরকার আন্তরিক।'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, 'আগামী ভোট ইভিএমএ হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইভিএম নিয়ে ভোটারদের নেতিবাচক ধারণা পরিবর্তনের চেষ্টা করছি। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছি।'

তিনি বলেন, 'ইভিএম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা থাকলেও এর কোনো ত্রুটি এখনও প্রমাণিত হয়নি। দ্বাদশ নির্বাচনে সব আসনে ইভিএমে ভোট করতে ইচ্ছুক কমিশন। শেষ পর্যন্ত নানা সংকটে তা সম্ভব নাও হতে পারে। এখন যে সংখ্যক ইভিএম মেশিন আছে, তাতে ৫০-৬০টি আসনে ভোট করা যাবে।' তিনি আরও বলেন, 'বাংলাদেশ ও ভারতের ইভিএম মেশিন এক নয়। ভারতে আঙুলের ছাপের প্রয়োজন হয় না। ফলে সেখানে একজনের ভোট অন্যজন দিতে পারে। আমাদের ইভিএম মেশিনে সেই সুযোগ নেই। সরকার ইভিএম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।'

বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

whatsapp follow image

আরও পড়ুন

×