ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে ফলবান কলাগাছ কর্তন

জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে ফলবান কলাগাছ কর্তন

মাটিতে পড়ে থাকা কলাগাছের সামনে ক্ষতিগ্রস্থ কৃষক। ছবি-সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৯:২৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৯:২৪

পাবনার ঈশ্বরদীর একটি গ্রামে দিনের বেলায় বর্বরোচিত হামলা চালিয়ে ত্রাসের রাজস্ব কায়েম করেছে সন্ত্রাসীরা। তারা প্রায় ১৪শ ফলবান কলাগাছ ও প্রায় এক বিঘা জমির শিম বাগান কেটে সাবাড় করেছে। এ সময় নারীরা এগিয়ে এলে ধারালো দেশি অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায় ২৫-৩০ জনের সন্ত্রাসী দল।

জমি নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের অনেকেই বহিরাগত হওয়ায় তাদের চিনতে পারেননি গ্রামবাসী। তবে প্রতিপক্ষ তাদের ভাড়া করে এনেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো গ্রামে সুনসান নীরবতা। চারদিকে অজানা আতঙ্ক। গ্রামের মানুষ জটলা ধরে হামলার বিষয় নিয়ে বলাবলি করছেন। কলাগাছগুলো মাটিতে পড়ে আছে।

ক্ষতিগ্রস্থ কৃষক ফারুক হোসেনের স্ত্রী সেলিনা খাতুন বলেন, তাঁর স্বামীর সঙ্গে একই এলাকার সাবেক মেম্বার আবু বকর সরদারের ছেলে মিজানুর রহমান মজনুর জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে পাবনা আদালতে মামলা চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই মজনু তাঁদের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। আজ হঠাৎ তাঁর নেতৃত্বে তাঁর ভাই ফজলুর রহমানসহ ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী ধারালো রামদা, হাঁসুয়া, পিস্তলসহ দেশি অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে।

এ সময় ফারুকের পরিবারের সেলিনা খাতুন, সাবিহা খাতুন ও রুবিয়া খাতুনকে গালাগাল ও মারধর এবং গলায় রামদা ধরে হত্যার হুমকি দেয়। পরে ৯৯৯-এ ফোন দিলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×