ময়মনসিংহে বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনে ১৯ দফা
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা - সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৯:৩০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৯:৩২
ময়মনসিংহ অঞ্চলের নাগরিক সমস্যা নিরসনে ১৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। এতে ময়মনসিংহে বিমানবন্দর, ঢাকা-ময়মনসিংহ রুটে আন্তঃনগর ট্রেন চালুসহ নানা দাবি জানানো হয়েছে।
সংশ্নিষ্টরা জানিয়েছেন, আন্দোলনের ফসল হিসেবে অষ্টম বিভাগ, সিটি করপোরেশন, শিক্ষা বোর্ড, কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ অনেক কিছু পেয়েছে ময়মনসিংহ। তবে জাতীয়ভাবে উন্নয়নের মহাসড়কে পিছিয়ে পড়া এ অঞ্চলের জনগোষ্ঠী নানা সমস্যায় জর্জরিত। দুর্ভোগ লাঘবে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে ১৯টি বিষয় চিহ্নিত করে। এসব বিষয়ে কাজ করার জন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে।
দাবিগুলো হলো- ময়মনসিংহ-ঢাকা রুটে প্রতিদিন সকাল ও বিকেলে ট্রেন চালু; যানজট নিরসনে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা; নগরীর অভ্যন্তরে ২৬টি রেলক্রসিং থাকায় রেললাইন স্থানান্তর; বিভাগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা; যত্রতত্র নির্মাণসামগ্রীর ব্যবহার বন্ধ; ত্রিশাল বাস স্ট্যান্ডসহ থ্রিহুইলার স্ট্যান্ড স্থানান্তর জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেলরাইন স্থাপন ও বিমানবন্দর নির্মাণ।
এ ছাড়া ব্রহ্মপুত্র নদের দুই তীর দখলমুক্ত রাখা, খাদ্যে ভেজাল বন্ধ, পরিবহনে চাঁদাবাজি বন্ধ, অতিরিক্ত ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, দিনে ট্রাক চলাচল বন্ধ, সাংস্কৃতিক পল্লি বাস্তবায়ন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক জোন, পাবলিক, প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয় করারও দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসকের সামনে লিখিত স্মারকলিপি পাঠ করেন শিব্বির আহমেদ লিটন।
জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান দাবি নিয়ে কাজ করার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম প্রমুখ।