ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ধর্ষণে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে সাময়িক বহিষ্কার

ধর্ষণে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে সাময়িক বহিষ্কার

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল খান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:০৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:৫৫

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খানকে (৩৫) দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কাজে জড়িত থাকায় রাসেল খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অমিত সরকার স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়।

জানা যায়, নেত্রকোনা শহরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রাসেল খানের। গত ২২ নভেম্বর ওই তরুণীকে নিয়ে সীমান্তবর্তী পাতলাবন এলাকায় ঘুরতে নিয়ে যান। সন্ধ্যা হলে নানাভাবে সময়ক্ষেপণ করেন তিনি। পরে তার বন্ধু সাইফুল মিয়া, সুমন সাহা ও সেলিম মিয়াকে ডেকে নেন। একপর্যায়ে তাদের সহায়তায় ওই তরুণীকে ধর্ষণ করেন রাসেল। একে একে তার বন্ধুরাও ওই তরুণীকে ধর্ষণ করে। জ্ঞান হারিয়ে ফেললে মেয়েটিকে সেখানে রেখে চলে যান তারা।

এ ঘটনায় রাসেল খান, সাইফুল মিয়া, সুমন সাহা ও সেলিম মিয়ার নামে থানায় মামলা করতে যান ভুক্তভোগী ওই তরুণী। পরে মামলা রেকর্ড না করায় ভুক্তভোগী ওই তরুণী নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানাকে মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। এই মামলায় গত ১৯ ডিসেম্বর রাসেল খান ও তার বন্ধু সেলিম মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

whatsapp follow image

আরও পড়ুন

×