প্রধান শিক্ষককে পিটিয়ে মাথা ফাটালেন অভিভাবক
ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি-সমকাল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৪১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৪১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে পিটিয়ে প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিয়ে ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন।
এতে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন ময়নাল। এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিককে পেটাতে থাকেন। এতে তাঁর মাথা ফেটে যায়। কয়েকজন অভিভাবক তাঁকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করেন।
প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি জানান, তিনি ফলাফল ঘোষণায় ব্যস্ত ছিলেন। এ সময় ময়নালকে বসতে বলেন। ফলাফল ঘোষণা করে ভর্তির বিষয়ে কাগজপত্র ঠিক করার কথা বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পেটাতে থাকেন। সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
ময়নাল হোসেন বলেন, মেয়েকে ভর্তি করাতে গেলে প্রধান শিক্ষক অনেকক্ষণ বসিয়ে রাখেন। কারণ জানতে চাইলে তিনি খারাপ ব্যবহার করেন। এ সময় কাগজ আনতে গেলে ওপরে থাকা কাঠের লাঠি তাঁর মাথায় পড়ে যায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ বলেন, প্রধান শিক্ষককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার বিষয়টি এমপি ও ইউএনওকে জানিয়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম বলেন, প্রধান শিক্ষক অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।