ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সমকালের কুয়াকাটার প্রতিনিধির পরিবারের পাশে কর্তৃপক্ষ

সমকালের কুয়াকাটার প্রতিনিধির পরিবারের পাশে কর্তৃপক্ষ

খান এ রাজ্জাকের পরিবারের সদস্যদের সঙ্গে সমকালের প্রতিনিধি দল। ছবি- সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৪৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৪৬

দৈনিক সমকালের প্রয়াত কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাকের পরিবারের পাশে দাঁড়াল পত্রিকাটির কর্তৃপক্ষ। উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সকাল ১০টায় রাজ্জাকের বাড়িতে যান।

এ সময় তারা রাজ্জাকের মা মোসাম্মত মানবরু বেগম, স্ত্রী সুরাইয়া বেগম, দুই ছেলে রুবায়েত খান শাকিব ও রাইয়ান খান সিয়ামসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সমকালের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকের পরিবারকে কিছু আর্থিক সহায়তা করা হয়।

এ সময় সমকালের মফস্বল বিভাগের প্রধান মনিরুল ইসলাম, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক হারুনুর রশিদ, মার্কেটিং বিভাগের সিনিয়র নির্বাহী গোলাম সাব্বির, সমকালের পটুয়াখালী প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন, কলাপাড়া প্রতিনিধি এস এম মোশারফ হোসেন মিন্টুসহ কুয়াকাটার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সমকালের কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাক গত ১ ডিসেম্বর বিকেল ৫টায় স্ট্রোক করে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

খান এ রাজ্জাক কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন। তার স্ত্রী সুরাইয়া বেগম লতাচাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁদের দুই ছেলে নবম ও তৃতীয় শ্রেণিতে পড়ছে।

whatsapp follow image

আরও পড়ুন

×