চট্টগ্রামে সহোদর খুন, গ্রেপ্তার দুই ভাই
গ্রেপ্তার সাইফুল ইসলাম ও মোর্শেদুল আলম - সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৫৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:৫১
চট্টগ্রামে প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে দুই সহোদরকে খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে নগরীর বন্দরের নিমতলা ও আগ্রাবাদের গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন-দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরুশিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মো. মোর্শেদুল আলম (২২)। দুইজনই আপন ভাই। হত্যাকাণ্ডের পরপরই তাদের বাবা শফিকুল ইসলাম ও তার আরেক ছেলে খোরশেদুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছিল স্থানীয়রা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, 'হত্যাকাণ্ডের পর দুই ভাই রাঙ্গুনিয়া থেকে থেকে পালিয়ে চট্টগ্রাম শহরে চলে আসেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিমতলা ডিয়ারপাড়া এলাকার একটি বাসা থেকে সাইফু এবং তার দেওয়া স্বীকারোক্তিতে গোসাইলডাঙ্গা থেকে মোর্শেদুলকে আটক করা হয়। পরে তাদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।'
গত ১৬ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর পশ্চিম খুরুশিয়া ওয়ার্ডে রশি খেলা নিয়ে নিহত জালাল উদ্দিনের সঙ্গে শফিকুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে শফিকুলের তিন ছেলে ওই দিন বিকেলে জালালের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ভাই কামাল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা জালাল ও কামালকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- প্রতিবেশী
- কথা কাটাকাটি
- গ্রেপ্তার
- সহোদরকে খুন
- র্যাব