ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বাবার ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু, বাবা-মা-বোন আহত

বাবার ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু, বাবা-মা-বোন আহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:১৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:১৬

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান থেকে ছিটকে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা-মা ও বোন আহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি পালিয়ে যায়।

নিহত শিশুর নাম সিনহা খাতুন (৫)। সে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকার সেলিম শেখের মেয়ে। হাইওয়ে পুলিশ সিনহার মরদেহ উদ্ধার করেছে।

এ দুর্ঘটনার নিহত শিশুর জমজ বোন সাবিয়া খাতুন (৫)‌, তার বাবা সেলিম শেখ (৪০) ও মা তাজমিরা খাতুন (৩৩) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান শেখ বলেন, সেলিম তার ভ্যানে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফকিরহাটের কাটাখালী মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানের চালক ও আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে শিশু সিনহার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

whatsapp follow image

আরও পড়ুন

×