নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: সিইসি
মির্জাগঞ্জে জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি-সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:২৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:২৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কে কি মন্তব্য করছেন তা নিয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই। নির্ধারিত সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে না। কমিশন সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে এ নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন। কমিশন আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় ভোটাররা।