মাটি কাটা নিয়ে বিরোধে ব্যবসায়ী খুন
ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:৩৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:৩৩
কুমিল্লায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে রিপন হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের দীঘলগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তি বাড়ির সামনে একটি মুদি দোকানের মালিক ছিলেন। শুক্রবার জমির মাটি কাটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে রিপনের ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগমের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে সালমা বেগম রিপনকে মাটিতে ফেলে পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।